২০ ফেব্রুয়ারি দেওয়া হবে একুশে পদক

আপডেট: February 18, 2021 |
print news

আগামী ২০ ফেব্রুয়ারি দেয়া হবে একুশে পদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হবেন। এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ওইদিন বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক হস্তান্তর অনুষ্ঠান হবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এবার বিভিন্ন ক্ষেত্রে একুশে পদক পাচ্ছেন ২১ জন।

এর মধ্যে ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), মরহুম শামছুল হক ও মরহুম আফসারউদ্দিন আহমেদ (অ্যাডভোকেট)।

সঙ্গীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

আলোকচিত্রে পাভেল রহমান। মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দ ইসাবেলা। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত। গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা। শিক্ষায় বেগম মাহফুজা খানম। অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল। সমাজসেবায় মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ, প্রফেসর কাজী কামরুজ্জামান।

ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর