অচিরেই সব রায় বাংলায় দেওয়া হবে : প্রধান বিচারপতি

আপডেট: February 21, 2021 |

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেওয়া হবে।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, গেল ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর