তিন মামলায় মামুনুল হকের জামিন

আপডেট: April 24, 2024 |
inbound4817634673281644808
print news

ঢাকার মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই মামলাসহ তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক।

তবে বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না।

২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর