করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

আপডেট: March 29, 2021 |
print news

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রপরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। শনিবার তার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। রোববার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

১৪ দিন রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী হায়াৎ। তার স্ত্রী রোমিসা হায়াৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনিও সুস্থ হয়ে কয়েক দিন আগেই হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, কাজী হায়াৎ করোনায় আক্রান্ত হন ১০ মার্চ। এর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শ্বাসকষ্ট বাড়তে থাকায় ১৫ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে শারীরিক অবস্থা বেশ অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, ‘দ্য ফাদার’ সিনেমার মধ্য দিয়ে ১৯৭৯ সালে পরিচালক হিসেবে যাত্রা শুরু কাজী হায়াতের। এর পর তার হাতে নির্মিত হয়েছে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’সহ অনেক জনপ্রিয় সিনেমা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর