পশ্চিমবঙ্গে নির্বাচন: সহিংসতার আশঙ্কায় নন্দীগ্রামে ১৪৪ ধারা

আপডেট: April 1, 2021 |

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এই আসনে লড়ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে।

বুধবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসক সুমিতা পান্ডে জানান, কোনো রকম ঝামেলা বরদাস্ত নয়। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনো খামতি থাকছে না বলে তিনি জানান। সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো বুথ এলাকাতেই ১৪৪ ধারা জারি থাকে। কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে শুধু এটুকুই নয়, গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে।

জেলা প্রশাসক বলেন, ‘‘এবার নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি হয়েছে, যা বুধ ও বৃহস্পতিবার বলবৎ থাকবে। পাশাপাশি অতি সংবেদনশীল বুথগুলোতে ৪ ধরনের নজরদারির ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বুথে থাকবে লাইভ ওয়েবকাস্টিং, সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং অবজার্ভার। এ ছাড়া নন্দীগ্রামের ৫০ শতাংশ বুথে লাইভ ক্যামেরায় নজরদারি চলবে, যা তদারক করা হবে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয় থেকে।’

নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নন্দীগ্রামে ১ হাজারেরও বেশি কেন্দ্রীয় পুলিশের সদস্য আনা হয়েছে। এই নন্দীগ্রামেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্যের ক্ষমতায় আসার পথ করে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা- এখন থেকে ১৪ বছর আগে।

এবার তিনি নিজেই লড়ছেন নন্দীগ্রামের বিধানসভা আসনে। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর