বঙ্গবন্ধু ছিলেন বিশ্বনেতা: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: April 7, 2021 |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্ব নেতা বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য লড়াই করেছেন। দেশকে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। তবে বিশ্বের বিভিন্ন ইস্যুতেও তিনি সুস্পষ্টভাবে অবস্থান নিয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভার্চ্যুয়ালি আয়োজিত পঞ্চম বঙ্গবন্ধু লেকচার সিরিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্ব নেতা।

তিনি বলেন, বঙ্গবন্ধু ফিলিস্তিন, ভিয়েতনাম, আফ্রিকার জাতিগুলোর পক্ষ নিয়েছিলেন। তিনি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী বিশ্ব চেয়েছিলেন। একইসঙ্গে তিনি ছিলেন মানবতা ও শোষিতের পক্ষে।

সে কারণেই তিনি বলেছিলেন, ‌বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। সেটা হলো-শোষক আর শোষিতের। আমি শোষিতের পক্ষে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর