চীনকে মোকাবেলায় যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র-জাপান

আপডেট: April 21, 2021 |
print news

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো গত ১৬ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সাথে মুখোমুখি বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন-জাপানি জোটের প্রতি কঠোর সমর্থনের কথা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, ‘মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিশ্চিত করতে চীনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য উভয় দেশ একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দুটি শক্তিশালী গণতন্ত্র এবং আমরা আমাদের যৌথ মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন রক্ষাসহ বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও জাপান ৫জি টেলিযোগাযোগ, অর্ধপরিবাহীর সরবরাহ শৃঙ্খল, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে।’

এদিকে, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন। এছাড়াও এই দুই দেশ যৌথভাবে চীন এবং পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগরের পাশাপাশি উত্তর কোরিয়ার বিষয়গুলি নিয়েও যৌথভাবে কাজ করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর