বরগুনায় ভাতিজার হাতে চাচা খুন

আপডেট: April 25, 2021 |
print news

বরগুনার বদরখালী ইউনিয়নে ড্যামা গুলিশাখালী গ্রামে ভাতিজাদের শাবলের আঘাতে আহত চাচা সুলতান (৪০) মারা যান।

এলাকাবাসী এই ঘটনায় জড়িত নিহত সুলতানের ছোট ভাই সোহরাব ও ভাতিজা রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত ভাতিজা মিরাজ পলাতক।

এলাকাবাসী জানায়, সুলতান একজন কৃষক। তার দুটি মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় ছোট ভাইয়ের দুই ছেলে চাচার জমি তাদের নামে লিখে দেয়ার জন্য বলে। সুলতান এতে রাজি না হওয়ায় ভাই-ভাতিজাদের সাথে বিরোধ সৃষ্টি হয়।

শুক্রবার সুলতান জমি থেকে কলাগাছের ড্যাম তুলতে গেলে মিরাজ ও রিয়াজ তাকে বাধা দেয়। মিরাজ এক পর্যায়ে শাবল দিয়ে সুলতানের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়। গ্রামবাসী উদ্বার করে প্রথমে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মারা যায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, এলাকাবাসী দুই জনকে আটক করেছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর