প্রথমবার পাঞ্জাবি পরে খুব খুশি জনপ্রিয় স্টার কিড জয়

আপডেট: April 25, 2021 |
print news

তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। তাকে নিয়ে ভক্তদের বাড়তি কৌতূহল রয়েছে। জন্মসূত্রেই আব্রাম খান জয় তারকা। বলাবাহুল্য দেশের একমাত্র জনপ্রিয় স্টার কিড জয়। এর আগে কোনো তারকার সন্তান এতটা জনপ্রিয়তা পায়নি! এই স্টারকিড আজ ভীষণ আনন্দিত।

জয়ের আনন্দর কারণ ব‌্যাখ‌্যা করে অপু বিশ্বাস  বলেন, ‘জয় পড়ালেখা ও আঁকাআঁকির জিনিস পেলে নরমালি খুশি হয়। তবে আজ একটু বেশি খুশি হয়েছে। আজ সুন্দর একটি পাঞ্জাবি উপহার পেয়েছে। প্রথমবার পাঞ্জাবি পরে খুব খুশি জয়। এছাড়া অনেক পড়ালেখা এবং আঁকাআঁকির জিনিস দেখে খুব আনন্দ পেয়েছে।’

তারকা দম্পতির সন্তান যেন জন্মের পর থেকেই ‘তারকা’ বনে যান। জয়ের নামে রয়েছে ফেসবুক পেজ। সেখানে লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করে। সিনেমাভিত্তিক গ্রুপগুলোতেও তাকে নিয়ে চর্চা হয় নিয়মিত।

 

Share Now

এই বিভাগের আরও খবর