করোনায় টাঙ্গাইলে মৃত্যু ৯ , শনাক্ত ২০৮

আপডেট: July 12, 2021 |
print news

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন।

বিষয়টি নিশ্চিত করে জানান টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫৩১ জনের নমুনা পরীক্ষ করে ২০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে আক্রান্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট মৃত্যু ১৬৪ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৫ হাজার ৪৬৩ জন।

এ ছাড়া ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ১২ দিনে ২ হাজার ৭২৮ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৯ এবং উপসর্গ নিয়ে আরও ৪৫ জন মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৪ জন ও উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রতিদিনই করোনা ও উপসর্গ নিয়ে মৃত্য্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রুর সংখ্যা বাড়ছে। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর