জার্মানিতে বন্যায় ১৩৩ জনের মৃত্যু

আপডেট: July 18, 2021 |
print news

জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো কয়েকশ লোক নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার পুলিশের করা এক হিসাব অনুযায়ী, দেশটির কোলন শহরের দক্ষিণে আভাইলা জেলায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বহু শহরে বন্যার পানি এখনো অনেক উপর দিয়ে বইছে ও ঘরবাড়ি ভেঙে পড়া অব্যাহত আছে।

জার্মানির পশ্চিমাঞ্চলের বন্যাকবলিত ওই এলাকাগুলোয় জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধার কর্মীরা।
কলোনের নিকটবর্তী বাসেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর শুক্রবার রাতে স্থানীয় প্রায় ৭০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্যায় রিনেল্যান্ড পালাটিনাটে এবং নথস রিনে-ভেসপালিয়া রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বেশ কয়েকদিন ধরে পুরো অঞ্চলের জনবসতিগুলো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বন্যায় প্রতিবেশী বেলজিয়াম ও নেদারল্যান্ডের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমায়ার ও নথস রিনে-ভেসপালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আর্মিন লাশেতের শনিবার অন্যতম ক্ষতিগ্রস্ত শহর এফস্ট্যাড পরিদর্শনের কথা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর