ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: July 20, 2021 |
print news

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রাকচাপায় সুমন ( ৪০) ও মারুফ (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ও মারুফ এর বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ও মারুফ একটি মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। সোমবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পিরিজপুর এলাকায় একটি ট্রাক

মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর