আফগানিস্তানে ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন বাইডেন
আপডেট: July 24, 2021
|

আফগানিস্তানের শরণার্থীদের জন্য ১০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শরণার্থীদের অপ্রত্যাশিত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই এ অনুমোদন দেয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের জন্য কাজ করা আফগানবাসী যারা বিশেষ ইমিগ্রেশন ভিসার আবেদন করেছেন তারা এই তহবিলের সুবিধা ভোগ করবেন।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য কাজ করা আফগানদের সরিয়ে নেয়ারও প্রস্তুতি নিচ্ছে দেশটি। অধিকাংশ অঞ্চলই দখলে নেয়া হয়েছে তালেবানদের এমন দাবির প্রেক্ষিতে আফগানিস্তানে নিয়োজিত কর্মীদের সুরক্ষার কথা ভেবে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে মার্কিন প্রশাসন।