অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় যুক্তরাষ্ট্রকে আমরা তা শিখিয়ে দেব : চীনা পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: July 26, 2021 |
print news

 

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি যুক্তরাষ্ট্র এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা শিখিয়ে দেব। চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য প্রকাশ হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

নেড প্রাইস বলেছিলেন, বেইজিং-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অবস্থান’ থেকে কথা বলবে।
এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

রোববার বেইজিং-এ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র সব সময় অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়।কিন্তু চীনের সঙ্গে আর সে আচরণ চলবে না। ওয়াং ই এমন সময় এ বক্তব্য দিলেন যখন রোববার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বেইজিং সফর করছিলেন। দুই মন্ত্রীই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর