কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৫  জনের মৃত্যু

আপডেট: July 28, 2021 |
print news

 

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫  জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) রাত ২টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেন- ভিলেজার পাড়ার সৈয়দ আলমের সন্তান- আব্দু শুক্কুর (১৬) মো. জোবাইর (১২) আব্দুর রহিম (৫) কোহিনুর আক্তার (৯) জয়নবা আক্তার (৭)।

চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘অতিবৃষ্টির কারণে পানখালীর ভিলেজার পাড়ায় পাহাড়ধস হলে স্থানীয় বাসিন্দা সৈয়দ আলমের ৫ সন্তান মাটির নিচে চাপা পড়ে। সেখান থেকে প্রথমে ২ জন ও পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছে।’

এর আগে মঙ্গলবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়। ওই ঘটনায় মাটি চাপায় আহত হয় আরো ৫ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহী পাড়ায় আনসারুল করিমের মেয়ে মুর্শিদা আক্তার (১৪) এবং টেকনাফের হোয়াইক্যং ১নং ওয়ার্ডের বাসিন্দা রকিম আলী (৫০) নামের বৃদ্ধ পাহাড় ধসে নিহত হন।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর