সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পিইসপি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান (৫০) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ আগষ্ট) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
আব্দুল মান্নান সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মরহুম নূর আহম্মদের বড় ছেলে। তিনি কেএসআরএম ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বাড়বকুণ্ড কে এস আর এম ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ডের কাজ শেষ করে ভোরে সাইকেলে করে পিএইসপি গেইট এলাকায় আসলে একটি হাইচ গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মান্নান।
পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে রেফার করেন। চমেকে নেয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আব্দুল মোনাফ। তিনি বলেন, চমেক হাসপাতালে আনার কিছুক্ষন পর উনি মারা যান।