কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

আপডেট: August 6, 2021 |
print news

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

শুক্রবার (৬ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এই ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১০ জন করোনায় ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. আশরাফুল আলম।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে মোট ২১৮ জন ভর্তি রয়েছেন। এদের ১৮০ জন করোনায় আক্রান্ত ও ৩৮ জনের করোনা উপসর্গ রয়েছে ।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৪৮ শতাংশ।

এদিকে ১৫তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

জেলার শপিংমল, হোটেল, রেস্তোরা দোকান-পাট বন্ধ থাকলেও মানুষ কিন্তু কোন কারণ ছাড়াই শহরে প্রবেশ করছে। পুলিশ শহরের প্রবেশ পথগুলোতে ব্যরিকেট দিয়ে তাদের আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর