করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে ৮ জনের মৃত্যু

আপডেট: August 6, 2021 |
print news

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৩ জন। নতুন করে ৪৭ জন আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলা করোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬জন, শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ও উপসর্গ নিয়ে সদরে ১জন মারা গেছে। করোনা ওয়ার্ডে ৫৯ ও আইসোলেশনসহ মোট ভর্তি ৮১ জন।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১৮৩টি নমুনার ফলাফলের মধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৫দশমিক ৬৮ভাগ।

এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯১ জনে। এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন করে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭শত ৬৯ জন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর