শ্রাবন্তীর যে ছবিতে বিচ্ছেদের গুঞ্জন উধাও

আপডেট: August 19, 2021 |
print news

যা চোখে দেখা যায়, তা কিন্তু সব সময় সত্যি নাও হতে পারে। সে কথার প্রমাণ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে ইনস্টাগ্রামে ‘আনফলো’করেছিলেন তিনি। নেটিজেনদের একাংশ ভেবেছিলেন, শ্রাবন্তীর চতুর্থ প্রেমও হয়তো টিকল না!

তবে সে সব কিছুই নয়, নতুন করে পুরনো ছবি বুঝিয়ে দিল তাদের রসায়ন আছে আগের মতোই।

ইনস্টাগ্রামে শ্রাবন্তী এবং অভিরূপের ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, ঘনিষ্ঠদের সঙ্গে পহেলা বৈশাখ উদ্‌যাপন করেছিলেন শ্রাবন্তী এবং তার ব্যবসায়ী প্রেমিক। এদিন লাল পাঞ্জাবিতে সেজেছিলেন অভিরূপ আর খোলা চুলে, বেইজ রঙের পোশাকে সেজেছিলেন শ্রাবন্তী।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, শ্রাবন্তীর বাসাতেই থাকেন অভিরূপ। অভিরূপের পরিবারের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক এ অভিনেত্রীর।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর