এবার ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

আপডেট: August 21, 2021 |

হাঁটুর অস্ত্রোপচারের কারণে ইউএস ওপেন থেকে আগেই নাম প্রত্যাহার করেছেন রজার ফেদেরার। এবার সরলেন নাদালও। বাঁ পায়ে চোটের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।

শুক্রবার (২০ আগস্ট) টুইটারে নাদাল লেখেন, ‘আমি আপনাদের জানাতে চাই, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ২০২১ মৌসুম শেষ করতে হচ্ছে। বিগত বেশকিছু বছর ধরেই পায়ের চোটের কারণে সমস্যা হচ্ছে। তবে কথা দিচ্ছি আমি ফিরে আসবই।’

‘তার জন্য অনেক খাটতে হবে আমায়, আমি খাটতে প্রস্তুত। ধন্যবাদ এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য’ লেখেন নাদাল।

তবে এখনই অবসরের কথা ভাবছেন না নাদাল। তিনি লেখেন, আরও কিছু বছর খেলতে চাই। তাই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই। সেই কারণে যা যা দরকার সব কিছুই করতে চাই এবং সেরা ছন্দে ফিরতে চাই।

উল্লেখ্য, নাদাল ও ফেদেরার না থাকায় শীর্ষে ওঠার সুযোগ এসেছে নোভাক জোকোভিচের। এবার ইউএস ওপেন জিতলে ২১টি গ্র্যান্ডস্ল্যাম নিয়ে তাদের দু’জনকে টপকে যেতে পারবেন সার্বিয়ান তারকা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর