লাইন্সম্যান ও রেফারির কাছ থেকে অন্যায্য সিদ্ধান্ত পেয়েছি : বায়ার্ন কোচ

আপডেট: May 9, 2024 |

ম্যাচে তখন ২-১ গোলে পিছিয়ে বায়ার্ন মিউনিখ। চলছে যোগ করা ১৩তম মিনিটের খেলা। গোল করলেই ম্যাচের ভাগ্য গড়াবে অতিরিক্ত সময়ে। বল জালেও পাঠিয়েছিলেন বায়ার্নের ম্যাথিস ডি লিখট।

কিন্তু বল জালে জড়ানোর আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। মাঠেই রেফারির এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানান বায়ার্নের খেলোয়াড়রা। ম্যাচের পর রেফারি এ নিয়ে ক্ষমাও চেয়েছেন, তবে বায়ার্ন কোচ টমাস টুখেল অবশ্য বলছেন, তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে বায়ার্ন।

ফিরতি লেগে অবশ্য বায়ার্নই প্রথমে লিড পেয়েছিল। কিন্তু শেষ দিকে দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে লস ব্লাংকোরা।
যোগ করা ডি লিখটের গোল বাতিল নিয়ে ম্যাচের পর ক্ষোভ ঝেড়েছেন টুখেল। এমনকি ভিএআর কলও করা হয়নি।

এ নিয়ে টুখেল বলেছেন, ‘এটা খুব বাজে সিদ্ধান্ত ছিল। লাইন্সম্যান ও রেফারির কাছ থেকে অন্যায্য সিদ্ধান্ত পেয়েছি। শেষদিকে মনে হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।’ টুখেলে আরো বলেছেন, ‘লাইন্সম্যান দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু সেটা কাজে দেয়নি।’
আগামী ১ জুন ওয়েম্বলিতে ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Share Now

এই বিভাগের আরও খবর