তালেবানের সঙ্গে আলোচনায় বসবে না ইইউ

আপডেট: August 22, 2021 |

তালেবানকে স্বীকৃতি দেবে না ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, তালেবানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনায়ও বসবেন না তারা।

শনিবার স্পেনের মাদ্রিদে কাবুল থেকে সরিয়ে আনা ইইউর প্রতিষ্ঠানে কর্মরত আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

এদিকে, কাবুল বিমানবন্দরে আইএস জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দরের প্রবেশপথ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ভিন্ন রুট খুঁজছেন তারা।

হামলার হুমকির ব্যাপারে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। তালেবান কাবুল দখলের পর এক সপ্তাহে আড়াই হাজার মার্কিনিকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা।

অন্যদিকে, কাবুলে দেহমজাং এলাকায় একটি গুদামে আগুন লেগেছে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। খবর বিবিসি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর