তীব্র পানি সংকটে বিশ্বের অনেক দেশ

আপডেট: August 24, 2021 |
print news

পৃথিবীতে স্থলের চেয়ে পানির অংশই বেশি। তবে সব দেশ সমান পানি পায়নি, তার অবস্থানের কারণে। ফলে বিশ্বের বড় একটা অংশ পড়েছে তীব্র পানি সংকটে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।

সিরিয়া ও ইরাকের মতো দেশগুলোয় তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়াসহ খরার কারণে অঞ্চলগুলোতে খাবার ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার কবলে সিরিয়া। দেশটিতে শত শত একর কৃষি জমি শুকিয়ে গেছে।

সিরিয়া ও ইরাকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ পানি, খাবার ও বিদ্যুৎ সুবিধা হারাতে চলেছে বলে সতর্ক করেছে দেশগুলোয় কাজ করা তেরটি দাতব্য সংস্থা।

এদিকে, ইরানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক নদী ও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বেশিরভাগ বাঁধে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।

পানির সংকট এভাবে বাড়তে থাকলে এসব দেশের মানুষ দেশত্যাগ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর