৩১ আগস্টের মধ্যেই সেনা প্রত্যাহারের লক্ষ্য : মার্কিন প্রেসিডেন্ট

আপডেট: August 25, 2021 |

উচ্চ মাত্রার হামলার ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন ৩১ আগস্টের মধ্যেই সেনা প্রত্যাহারের লক্ষ্য তার।

মঙ্গলবার (২৪ আগস্ট) জি ৭ ভুক্ত দেশগুলোর সম্মেলনে নেতাদের সাথে এক ভার্চুয়াল সভায় বাইডেন এ কথা বলেন। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

 

প্রশাসনের উর্ধতন এক কর্মকর্তা জানান, আপাদত ৩১ আগস্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার তার (বাইডেনের) লক্ষ্য, তবে সেখানে মার্কিন অভিযানের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা এখনও রয়েছে।

আমেরিকান ওই সামরিক কর্মকর্তা আরো জানান, যত দ্রুত সম্ভব কাবুলে ৬০০০ মার্কিন সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে এই সপ্তাহের মধ্যে। প্রত্যাহারের শেষ কদিনে অবশিষ্ট সৈন্য ও সরঞ্জাম এবং যেসব আমেরিকান নাগরিককে চলে যেতে ইচ্ছুক তারা অগ্রাধিকার পাবে।

ওই কর্মকর্তা আরো জানান, “বাইডেন জি ৭ নেতাদের বলেছেন, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা অবস্থান করলে আক্রান্ত হবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়বে। তিনি সন্ত্রাসী হামলার বিপদকে “অত্যন্ত উচ্চ মাত্রার” বলে অভিহিত করেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর