পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

আপডেট: August 26, 2021 |

কিংসটনে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১০৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা এনেছে ১-১-এ।

চার টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান তাদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে।

ঘরে ফেরার তাগিদে বাবর আজমরা যখন লাহোরের উদ্দেশ্যে বিমানে উঠবে তখনই দুঃসংবাদ ভেসে এলো পাক শিবিরে।

করোনায় আক্রান্ত হয়েছেন দলটির প্রধান কোচ মিসবাহ-উল-হক। অর্থাৎ দলের সঙ্গে আর যেতে পারছেন না মিসবাহ। তাকে জ্যামাইকাতেই ১০দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তারপর তিনি দেশে ফিরতে পারবেন।

বুধবার পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, মিসবাহ-উল-হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে তিনিই একমাত্র সদস্য যিনি দু’বার পিসিআর টেস্টে নেগেটিভ প্রমাণে ব্যর্থ হলেন। আমরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে মিসবাহকে নিরাপদ কোথাও স্থানান্তর করা হয় এবং তাকে সব ধরনের সহযোগিতা করা হয়।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর