কাবুলে সিআইএ’র ঈগল ঘাঁটি ধ্বংস করল মার্কিন সেনারা

আপডেট: August 29, 2021 |

কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে এটি ধ্বংস করে দেয় আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী। শুক্রবার বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ-র এই বেসটি ঈগল ঘাঁটি নামে পরিচিত ছিল। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে শেষ মুহূর্তে এসে বৃহস্পতিবার এটি ধ্বংস করে দেওয়া হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটি উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে, সেখানকার যাবতীয় সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করে দেওয়া যাতে ভবিষ্যতে সেগুলো তালেবানের হাতে না পড়ে।

যুক্তরাষ্ট্রের দাবি, আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এ ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো।

আফগানিস্তানে সিআইএ’র হয়ে কাজ করা সাবেক কর্মকর্তা মিক মুলরয় জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করত।

তিনি জানান, গত ২০ বছরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিট। খবর দ্য নিউইয়র্ক টাইমস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর