রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

আপডেট: May 2, 2024 |
inbound8072692421798645090
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তৈমুর রহমান (৬০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল উপজেলার রামপুর ব্রীজের উত্তর পার্শ্বে আমিরুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধী তৈমুর রহমানের মরদেহ উদ্ধার করে।

নিহত প্রতিবন্ধী তৈমুর রহমান উপজেলার নুনতোর চেংমারি-গোচিয়া গ্রামের বাসিন্দা।

ভূট্টা চাষি আমিরুল ইসলাম জানান, আমি সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে আসলে আমার ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য ও পুলিশকে জানায়।

স্হানিয় ও পরিবার সুত্রে জানা যায় যে,নিহত তৈমুর রহমান গত শনিবার সকালে তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।সে কিভাবে মারা গেছে তা কেউ বলতে পারছে না। তবে সে মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর