সরকার গঠন নিয়ে কান্দাহারে তালেবান নেতাদের বৈঠক

আপডেট: September 1, 2021 |

আফগানিস্তানে দ্রুত নতুন একটি সরকার গঠন করতে চায় তালেবান। এ নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন দলটির ঊর্ধ্বতন নেতারা। গত শনিবার থেকে কান্দাহারে শুরু হয় দলের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক।

সোমবার পর্যন্ত চলা এ বৈঠকে সরকার গঠন ছাড়াও দেশের ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ বৈঠকের কথা নিশ্চিত করেছেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা-র সভাপতিত্বে কান্দাহার প্রদেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং সামাজিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন দলের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

এদিকে তালেবান আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

এদিন ইসলামাবাদে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানে আগামী দিনে একটি ঐকমত্যের সরকার গঠিত হবে।’ খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর