করোনাকালে কোনো শ্রমিককে বরখাস্ত করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: September 1, 2021 |

কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কোনো শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বুধবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে পোশাক শিল্প খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শ্রমিকদের বন্ধু’ আখ্যা দিয়ে ড. মোমেন মহামারি চলাকালে পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই খাতে প্যাকেজ গ্রহণ করা হয়েছে বলেও বৈঠকে আইএলও মহাপরিচালককে জানান তিনি।

উল্লেখ্য, এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে যোগ দিতে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর