বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি: পুলিশ

আপডেট: September 1, 2021 |

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পুলিশ বাধা দেয়নি। তারা যথাযথভাবে কর্মসূচি পালন করেছে। বুধবার (১ সেপ্টেম্বর) মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান একথা বলেন।

তিনি বলেন, আজ জাতীয় সংসদের অধিবেশন আছে সে বিষয়টা মাথায় রেখেই বিএনপি নেতারা কর্মসূচি সংক্ষেপ করেছেন।

এর আগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে চন্দ্রিমা উদ্যানে যান দলের নেতাকর্মীরা।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের লজ্জা হয়, দুঃখ হয়। আজ স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যখন জিয়াউর রহমানের মাজারে আসি আমাদের তখন বাধা দেওয়া হয়।

আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালানো হয়। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আজ এখানে ৩০ জনের বেশি আশা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এ এলাকা নাকি আরও কড়া নিরাপত্তা বলয়ে চলে গেছে। তারা (পুলিশ) সম্পূর্ণভাবে বাধা সৃষ্টি করছে।’

এ বিষয়ে এডিসি রুবাইয়াত জামান বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে প্রবেশে কাউকে বাধা দেওয়া হয়নি। এমনকি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কতজন প্রবেশ করতে পারবে সে বিষয়েও লিখিতভাবে কিছু বলা হয়নি।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনারা সবই দেখেছেন। প্রত্যেকেই কিন্তু বাধাহীনভাবে কর্মসূচি উদযাপন করেছেন। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর