ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

আপডেট: September 5, 2021 |
print news

সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে শুক্রবার রাতে ইসরায়েল কমপক্ষে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল।

রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলি এসব ক্ষেপণাস্ত্রের ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের বিমানবাহিনীর এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।

ইসরায়েলের দাবি, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
খবর রয়টার্স

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর