ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় দিল্লিতে অ্যালার্ট জারি

আপডেট: September 16, 2021 |

ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় আজ ভারতের রাজধানী দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। গত কয়েকদিনে রেকর্ড পরিমান বৃষ্টির কারণে ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ আদ্র আবহাওয়া বিরাজ করছে দিল্লিতে।

আজ বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসে আদ্রতার পরিমান ৯২ শতাংশের কাছাকাছি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে ১১ সেপ্টেম্বরের বৃষ্টিতে দিল্লির বিমানবন্দরসহ অন্যান্য এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এরই মধ্যে রেকর্ড এক হাজার একশ ৪৬ দশমিক চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

যা ৪৬ বছররে মধ্যে সর্বোচ্চ। ১৯৭৫ সালে বর্ষাকালে রেকর্ড বৃষ্টি ছিল একহাজার একশ ৫০ মিলিমিটার।

এদিকে টানা বৃষ্টিতে ভারতের গুজরাটে দেখা দিয়েছে বন্যা। সোমবার গুজরাটে বন্যায় তিনজন মারা যায়। এ ছাড়া ঘরছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর