তিন মাস পরে পৃথিবীর মাটিতে পা রাখলেন তিন চীনা মহাকাশচারী

আপডেট: September 17, 2021 |

৯০ দিন পর পৃথিবীর মাটিতে পা রাখলেন তিন চীনা মহাকাশচারী। গ্রিনিচ মান সময় শুক্রবার ভোর ৫টা ৩৫ মিনিটে তারা মঙ্গোলিয়াতে অবতরণ করেন।

পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার দূরে স্থাপিত চীনের মহাকাশ স্টেশনের তিয়ানহি মডিউলে ছিলেন নি হাইশেং, লিউ বোমিং ও তাং হনবো। গত ১৭ জুন তারা মঙ্গোলিয়ার মরুভূমি থেকে যাত্রা করেছিলেন। ৯০ দিন পর বৃহস্পতিবার তারা  শেনঝু-১২ মহাকাশ যানে করে পৃথিবীর উদ্দেশে রওনা দেন।

 

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্প থেকে সরে গিয়ে চীন পৃথকভাবে মহাকাশ প্রকল্প গ্রহণ করে। ২০১৯ সালে দেশটি প্রথম চাঁদের অপরপৃষ্ঠে মনুষ্যবিহীন যান পাঠায়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর