সিনেমায় ভালো গল্প তুলে ধরতে চেষ্টা করেছি : ডিপজল

আপডেট: September 17, 2021 |
print news

দাপুটে খল অভিনেতা ডিপজলের দেশপ্রেমভিত্তিক সিনেমা ‘এ দেশ তোমার আমার’। সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটি গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন বলে জানা গেছে।

সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ায় ডিপজল অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরী দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। সেন্সরবোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এতে আমাদের চেষ্টার বিষয়টি সফল হয়েছে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’

 

তিনি আরো বলেন, ‘আমি বরাবরই দর্শকের মনের মতো করে সিনেমা নির্মাণ করতে চেয়েছি। সিনেমায় ভালো গল্প তুলে ধরতে চেষ্টা করেছি। ‘এ দেশ তোমার আমার’ একটি ভিন্ন ধারার সিনেমা। গল্পটির শক্ত ভিত্তি রয়েছে।’

ডিপজল প্রযোজিত এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করেছেন। মৌসুমী, রোমানা, জায়েদ খান, আন্নাসহ আরও অনেকে আছেন। উপযুক্ত সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান ডিপজল।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর