সেই মডেলকে বিয়ে করতে মরিয়া আরব শেখ, ৪ কোটি টাকার পণ প্রস্তাব!

আপডেট: September 27, 2021 |
print news

ক্রিস গ্যালেরা, একজন ব্রাজিলিয়ান মডেল। ৩৩ বছর বয়সী এই সুন্দরী সম্প্রতি আলোচনায় আসেন এক অদ্ভূত কাণ্ডের মাধ্যমে। সম্প্রতি তিনি নিজেকেই নিজে বিয়ে করেন। বিয়ের পোশাকে চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, নিজের বিশেষ দিনটিকে বন্ধুদের সঙ্গে উদযাপনও করেন তিনি।

পুরুষদের ওপর নির্ভর করতে করতে বিরক্ত হয়েই তিনি নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। আর এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে শুরু করেন ক্রিস গ্যালেরা। যদিও তিনি সেসব মোটেও আমলে নেননি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একজনের অনুরোধে চোখ আটকে যায় ক্রিসের। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে ক্রিস জানান, “এক আরব শেখের বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। ওই আরব শেখ ক্রিসকে ‘নিজেকে ডিভোর্স’ দিয়ে তাকে বিয়ে করতে বলেছেন।”

ওই গণমাধ্যমকে ক্রিস জানান, আবর শেখ আমাকে বিয়ে করার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা) পণ দিতে চেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ক্রিস ওই আরব শেখের সঙ্গে একবার কথাও বলেছেন।

অবশ্য সেই আরব শেখের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন ক্রিস। সূত্র: নিউজ১৮

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর