আলাদা ম্যাচে নামছে বার্সেলোনা-বায়ার্ন

আপডেট: September 29, 2021 |

গ্রুপ পর্বে এবার আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। লিসবনে বেনফিকার মুখোমুখি হবে কাতালানরা। আর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সব রকম প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচে হারেনি পর্তুগালের ক্লাব বেনফিকা। এবার চ্যাম্পিয়ন্স লিগে এই দলটির মাঠেই আতিথ্য নিতে যাচ্ছে বার্সেলোনা।

গ্রুপ পর্বের আগের ম্যাচে দু’দলের কেউই জয়ের মুখ দেখেনি। তাই এ ম্যাচ দিয়ে জয় তুলে নিতে চাইবে দু’দলই। তবে ফেবারিট বার্সেলোনা হওয়ায় চাপটা তাদের ওপরই বেশি থাকবে। কারণ বেনফিকাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। লিগে ফেবারিট হয়েই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে দলটি। তাই কোচ কোম্যান যথেষ্ট সমীহই করছেন প্রতিপক্ষকে।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‌‘আমার কাছে মনে হয় বেনফিকা দুর্দান্ত খেলে। বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম। শক্তিশালী ও পরিশ্রমী। ব্যক্তিগতভাবে ক্লাবটিরে বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে জানি। তাই মনে হচ্ছে তাদের বিপক্ষে এই ম্যাচটা আমাদের প্রতিদ্বন্দিতাপূর্ণ হতে যাচ্ছে।‌’

সার্জিও অ্যাগুয়েরো, ওসমানে ডেমবেলে, ব্রাথওয়েট, জর্ডি আলবা। ইনজুরির কারণে এদের কাউকেই পাচ্ছে না বার্সা। রবার্তোর থাকা নিয়েও আছে সংশয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ডি ইয়ং। পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন পেদ্রি। এছাড়া লেভান্তের বিপক্ষে ম্যাচে ফেরা আনসু ফাতিও আছেন দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে এ ম্যাচে বেশ এগিয়ে থাকবে কাতালানরা।

আরেক ম্যাচে, ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে দেখা হচ্ছে দু’দলের। বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ হওয়ায় ফেবারিট থাকবে বায়ার্ন। তারপরও প্রতিপক্ষ নিয়ে চিন্তায় আছেন বাভারিয়ান কোচ নাগেলসম্যান।

বায়ার্ন মিউনিখের কোচ হুয়েন নাগেলসম্যান জানান, ‌‘কিয়েভ তাদের লিগে সেরা ক্লাব। তরুণদের নিয়ে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। দলটায় অনেক প্রতিভাবান ফুটবলার আছে। ড্রিবলিং, ডিফেন্স সব দিকেই সেরা। বায়ার্ন মিউনিখ ফেবারিট হলেও, সেরা প্রস্তুতি নিয়েই দল মাঠে নামবে।‌’

বায়ার্নের সেরা দুই ফুটবলার লেওয়ানদোস্কি, থমাস মুলারকে পাচ্ছেন কোচ। এছাড়া গ্যান্যাব্রি, মানে, কিমিচরা জ্বলে উঠলে ম্যাচের জয়ের পাল্লা ভারী থাকবে বাভারিয়ানদের দিকেই।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর