ফালুর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

আপডেট: September 30, 2021 |

অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে এ অভিযোগপত্র দেন।

ফালু ছাড়া বাকি দুইজন হলেন- আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক বিএনপি নেতা এস এ কে ইকরামুজ্জামান, স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই তিন আসামি ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ত্রি স্টার লিমিটেড, ডেভেলমেন্ট ইইউই নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন।

তদন্তে বলা হয়েছে, ওই অর্থ উর্পাজনের কোনো উৎসের তথ্য প্রমাণ তারা দিতে পারেননি। দুবাইয়ে ব্যবসার কথা তারা বাংলাদেশ ব্যাংককে কখনও জানাননি বা কোনো অনুমতিও নেননি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর