লিভারপুল-সিটির ম্যাচে কেউ জিতেনি

আপডেট: October 4, 2021 |

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে হাইভোল্টেজ এই ম্যাচে কেউ জিতেনি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

অবশ্য কৃতিত্ব দিতে হবে গার্দিওলার শিষ্যদের। তারা দুইবার পিছিয়ে পড়েও ড্র করেছে ম্যাচটি।

এই ড্রয়ে ৭ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয় ও ১৬ পয়েন্ট নিয়ে চেলসি আছে শীর্ষে।

ঘরের মাঠে সিটির বিপক্ষে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। বিরতির পর ৫৯ মিনিটে সাদিও মানে গোল করে উল্লাস ভাসান সমর্থকদের। এই গোলে তাকে সহায়তা করেন মোহাম্মদ সালাহ।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি স্কাই ব্লুজরা। ৬৯ মিনিটে ফিল ফোডেন গোল করলে ম্যাচে ফেরে সমতা।

৭৬ মিনিটে মোহাম্মদ সালাহও পেয়ে যান গোলের দেখা। এ সময় সিটির চারজন রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে অসাধারণ এক গোল করেন তিনি। তাতে আবারও এগিয়ে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে আবারও ফেরে সমতা। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর