ইপিএলে ব্যাটিং ছন্দে তামিম

আপডেট: October 4, 2021 |
print news

ফিটনেসের সঙ্গে রানের ধারায় ফিরতে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছেন তামিম ইকবাল। কিন্তু তার ব্যাট যেন কথাই বলছিল না।

অবশেষে আজ সোমবার, ৪ অক্টোবর ব্যাটিং ছন্দটা যেন ফিরে পেলেন দেশসেরা এ ওপেনার। সঙ্গে তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সও জিতল ৬ উইকেটের বড় ব্যবধানে। এবং ১৩ বল হাতে রেখেই।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের ইনিংস উদ্বোধন করে প্রদীপ আইরের সঙ্গে তামিম গড়েছেন ১০৬ রানের দাপুটে এক জুটি। ১১তম ওভারে থামে তাদের পার্টনারশিপ। তামিম ৩০ বল খরচায় ৪০ রান করে ফেরেন। দুরন্ত ইনিংসটি সাজান তিনি পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায়।

তামিমের সঙ্গী প্রদ্বীপ আইরে সাজঘরে ফেরেন ৭২ রানের অসাধারণ এক ইনিংস খেলে। আর ৩৯* রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন উপুল থারাঙ্গা।

তার আগে নেপালের ত্রিভূবন মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান সেকুগে প্রসন্নার (১১ বলে ২৪) ঝড়ো ব্যাটিংয়ে ১৬৪ রানের পুঁজি গড়ে চিতওয়ান টাইগার্স।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর