সাবেক স্ত্রীর ফোন হ্যাক করালেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট

আপডেট: October 7, 2021 |

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনের ফোন হ্যাক করিয়েছিলেন।

ইসরাইলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে তার এজেন্টরা এই হ্যাকিংয়ের কাজ করেছে বলে বুধবার লন্ডনের একটি আদালত রায় দিয়েছে।

লন্ডনের হাইকোর্ট বলছে, ব্রিটিশ বিচারককে সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এছাড়া ডিভোর্স মামলা চলাকালীন হায়ার আইনজীবী বারোনেস ফিয়ানো এবং নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়।

ব্রিটিশ আদালতে রায়ের পর জর্ডানের প্রিন্সেস ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের সাবেক স্ত্রী হায়া বলেছেন, তিনি শিকারির কুনজরে পড়েছেন। তবে শেখ মোহাম্মদ বলেছেন, হ্যাকিংয়ের বিষয়ে তার কোনো ধারণা নেই।

ব্রিটিশ আদালত ফোন হ্যাকিংয়ের ঘটনাকে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ অপরাধ আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বব্যাপী তার দেশকে বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে পৃথিবীর এক শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত করার জন্য পরিচিত। ৭০ বছর বয়স্ক এই শাসক শত শত কোটি টাকার সম্পত্তির মালিক।

২০০৪ সালে জর্ডানের প্রয়াত বাদশা হুসেইনের মেয়ে ও জর্ডানের বর্তমান বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সৎ বোন প্রিন্সেস হায়া বি‌ন্‌ত আল-হুসেইনকে বিয়ে করেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের দুই সন্তান আল-জলিলা এবং জায়েদ। ২০১৮ সালে তাদের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। এরপর ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি ছেলেমেয়েদের নিয়ে জার্মানি হয়ে যুক্তরাজ্যে পালিয়ে যান।

গত বছর প্রিন্সেস হায়া তার স্বামী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বিরুদ্ধে লন্ডনের আদালতে অপহরণ, জোরপূর্বক দেশে ফিরিয়ে নেওয়া, নির্যাতন এবং ভীতিপ্রদর্শন করার মামলা করেন। ২০২০ সালের মার্চে লন্ডনের হাইকোর্ট রায় দেয়, শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তার দুই কন্যাকে অপহরণ করে জোরপূর্বক তাদের ব্রিটেন থেকে দুবাইতে নিয়ে গেছেন, এবং তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভীতিপ্রদর্শন করে চলেছেন।

হাইকোর্ট একটি ফ্যাক্টফাইন্ডিং জাজমেন্ট বা এফসিজে প্রকাশ করে – যাতে এসব অভিযোগের সত্যতা মেলে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর