যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪
আপডেট: October 9, 2021
|
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে চার আরোহীর সকলেই নিহত হয়েছেন।
ফেডারেল এভিয়েশন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে বিধ্বস্ত হয়।
বিধ্বস্তের পর এতে আগুন ধরে যায়। চার আরোহীর সকলেই নিহত হয়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ডের নেতৃত্বে তদন্ত চলছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।