এক সিনেমায় জিৎ-অঙ্কুশ!
টালিউডের দুই তারকা জিৎ-অঙ্কুশ। এক অঙ্গনে কাজ করলেও একসঙ্গে কোন সিনেমাতেই দেখা যায়নি তাদের। তবে এবার নাকি দুজনেই মুখিয়ে আছেন একসঙ্গে কাজ করার জন্য।
কয়েকদিন আগে ইনস্টাগ্রামের এক লাইভ সেশনে বড়পর্দায় অঙ্কুশ-জিতের জুটি বাঁধার প্রসঙ্গ ওঠে। আর সেটা জিতকে ট্যাগ করে দেন অঙ্কুশ।
তার কিছুদিন পরেই সংবাদ মাধ্যমে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার ভবিষ্যৎবানী দেন অঙ্কুশ।
তিনি বলেন, “জিৎদার সঙ্গে কেমন আছো? ভালো আছোর মধ্যেই সিমাবদ্ধ ছিল আমার সম্পর্ক। কিন্তু ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের পর তার সঙ্গে আমার একটা মারাত্মক বন্ড তৈরি হয়েছে। দুজনের একসঙ্গে কাজ করার একটা চাহিদাও তৈরি হয়েছে।
অঙ্কুশ আরও বলেন, “জিৎদা এটাও বলেছে যে, যদি একটা সোলো ফিল্ম করতে চাও আমি প্রযোজনা করতে রাজি আছি। আমারও ইচ্ছা আছে জিৎদার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার।”
এবারের পূজায় জিতের ‘বাজি’ আর অঙ্কুশের ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। নিজেদের সিনেমা নিয়ে আশাবাদী দু’জনেই। সূত্র : সংবাদ প্রতিদিন