`বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ পেতাম না’
আপডেট: October 9, 2021
|
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের এই বাংলাদেশ পেতাম না। আমি বিশ্বাস করে হেরে যেতে চাই প্রতারণা করে জয়ী হতে চাই না।
শনিবার (৯ অক্টোবর) লালমনিরহাটের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত ও সরকারি ৮৯টি মণ্ডপে অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন। করিম উদ্দিন আহমেদ অর্ডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন, ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) আহদুল হোসেন চৌধুরী, ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদসহ প্রমুখ।