আবারো চেন্নাই ফাইনালে,ধোনি ফিনিশার
কোয়ালিফাইয়ারে উঠলে ফাইনালের টিকিটটা চেন্নাইয়ের জন্য যেনো বরাদ্দ থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও ফিনিশারের ভুমিকায় অবতীর্ন ধোনি। শেষ ১২ বলে ২৪ রানের টার্গেট পাড়ি দিয়েছে চেন্নাই ধোনির ৬ বলে ১৮ রানের ঝড়ে।
আরো একবার আইপিএলের ফাইনালিস্ট ধোনির চেন্নাই সুপার কিংস। ২ বল হাতে রেখে দিল্লী ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে দিয়ে আইপিএলে ৮ম বারে মতো ফাইনালের নাগাল পেয়েছে চেন্নাই।
প্রথমে ব্যাট করে ৫ম জুটির ৮৩ রান এবং পৃথ্বির ৬০,রিশব পন্টের ৫১ রানের হার না মানা ইনিংসে ভর করে ১৭২/৫ স্কোর পুঁজি নিয়েই জয়ের স্বপ্ন দেখেছিল দিল্লী। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রিতুরাজ-উথাপ্পার ১১০ রানে জয়ের কাছাকাছি পৌছে যায় চেন্নাই। শেষ ১২ বলে ২৪ রানের টার্গেট দূরুহ হতে দেননি ধোনি।
৫০ বলে ৫ চার, ২ ছক্কায় ৭০ রানের ইনিংস শেষে অভিষের লো ফুলটসে রিতুরাজ ক্যাচ দিয়ে আসার পর ম্যাচটা ঝুলে পড়ার কথা দিল্লীর দিকে। তবে ওই ওভারের ৫ম বলে ধোনির ছক্কায় প্রাণ ফিরে পায় চেন্নাই।
শেষ ওভারের প্রথম বলে টম কুরান মইন খান স্কোয়ার লেগে ক্যাচ দিলে শেষ ৫ বলে ১৩ রানের টার্গেট কঠিন হতে দেননি ধোনি। পর পর তিনটি বাউন্ডারিতে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে গেছে চেন্নাই।
৩ উইকেট পেয়েও (৩/২৯) হিরো হতে পারেননি টম কুরান। শেষ ৪ বলে ১৩ রান খরচায় বরং নিজেকে অপরাধী মনে হতে পারে তার। এই ম্যাচ হেরেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের জন্য টিকে থাকলো দিল্লী।
বেঙ্গালুরু-কলকাতার এলিমিনিটরি ম্যাচে বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফইয়ারে মুখোমুখি হবে দিল্লী।
দিল্লী ক্যাপিটালস: ১৭২/৫ (২০.০ ওভারে)
চেন্নাই সুপার কিংস : ১৭৩/৬ (১৯.৪ ওভারে)
ফল : চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রিতুরাজ গায়কোয়াড ( চেন্নাই)।