আমার স্ত্রীর সঙ্গে বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে: নোবেল
দীর্ঘ দিন ধরে গায়ক নোবেলের সঙ্গে দাম্পত্য সম্পর্কের টানাপড়েন চলছিল স্ত্রী সালসাবিল মাহমুদের। গুঞ্জন উড়ছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর সালসাবিল নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। গত ৬ অক্টোবর এ খবর প্রকাশ্যে আসে। তারপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।
শনিবার (৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে নোবেল জানান, পাত্রী খুঁজছেন তিনি। এর একদিন না পেরুতেই বিতর্কিত এই গায়ক দাবি করলেন—স্ত্রীর সঙ্গে তার সকল বিবাদের মীমাংসা হচ্ছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে নোবেল ফেসবুকে স্ট্যাটাসে লিখেন—‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’
নোবেলের স্ট্যাটাস নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকে কটাক্ষ্য করে মন্তব্য করতেও ছাড়ছেন না। যদিও কেউ কেউ নোবেলকে সাধুবাদ জানিয়েছেন এমন সিদ্ধান্তের জন্য। এ বিষয়ে কথা বলার জন্য নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। এই পরিচয় রূপ নেয় প্রেমে। ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।