দুবাই এক্সপোতে যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নে ১৭৬৪ সালের কোরআন

দুবাই এক্সপোতে যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নে ১৭৬৪ সালের কোরআন প্রদর্শিত হচ্ছে ।

কোরআনের এই দুর্লভ কপিটি ১৭৬৪ সালের। কপিটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমস জেফারসনের কাছে ছিলো। খালিদ টাইমস

ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অব কংগ্রেসের অন্যতম সংগ্রহ কোরআনের এই দুর্লভ কপি। আশা করা হচ্ছে দুবাই এক্সপো-২০২০ মধ্যমণি হয়ে থাকবে কোরআনের এই কপিটি।

বৃহত্তম এই মেলায় প্রদর্শিত হবে ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি আরেকটি কোরআনের অংশবিশেষ। কোরআনটি পাকিস্তানে প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি হরফ সাজানো হচ্ছে স্বর্ণ দিয়ে। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শহিদ রাসাম প্রস্তুত করছেন। ফ্রেম ছাড়া সাড়ে আট ফুট দৈর্ঘ্যর এবং সাড়ে ছয় ফুট প্রস্থের এই কোরআন তৈরি করতে ব্যয় হবে ২০০ কেজি স্বর্ণ। ৫৫০ পৃষ্ঠার এ কোরআনে শব্দ রয়েছে প্রায় ৮০ হাজার। প্রতিটি পৃষ্ঠায় গড়ে ১৫০ শব্দ থাকবে। ডন নিউজ

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক বিশ্বের সবচেয়ে বড় আয়োজন দুবাই এক্সপো-২০২০। শুরু হয়েছে অক্টোবরের প্রথম তারিখ থেকে। চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিশ্বের অন্তত ১৯২টি দেশ।

বৈশাখী নিউজ/ এপি