প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আরও একবার ভুল শুধরে নেওয়ার সুযোগ টাইগারদের। আবুধাবিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বেলা ১২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।
শ্রীলঙ্কা ম্যাচের মতো এ ম্যাচেও নিয়মিত অধিনায়ক মাহমদুল্লাহর মাঠে নামা নিয়ে আছে সংশয়।
লংকানদের বিপক্ষে শেষ চার ওভারে ম্যাচ হারায় টাইগারদের কৌশল নিয়েও চলছে কাটাছেড়া। বিশেষ করে স্লগ ওভারে শরিফুল আর তাসকিনের খরুচে বোলিং নতুন করে ভাবতে বাধ্য করেছে টিম ম্যানেজমেন্টকে।
আয়ারল্যান্ড ম্যাচের পরেই আবুধাবি থেকে দুবাই রওনা হবে টাইগাররা। সেখান থেকে গ্রুপ পর্ব খেলতে রিয়াদদের গন্তব্য ওমান। দুবাই সময় রাত ৯টায় বিমানে উঠবে গোটা দল।
আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।