বালিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

আপডেট: October 16, 2021 |
print news

ইন্দোনেশিয়ার বালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।

আজ শনিবার সকালে পর্যটন দ্বীপ বালির উত্তর-পূর্বাঞ্চলীয় বানজির ওয়ানা-সারি শহরে এ ভূমিকম্প হয়।

ভূমিকম্পের পর ভূমিধসের সৃষ্ট হলে একটি বাড়ি চাপা পড়ে নিহত হন দুই জন। এ ছাড়া কারাঙ্গাসেম এলাকায় মারা যান আরও একজন।

স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা বেশি বলে জানায় কর্তৃপক্ষ। এর পরই আরও একটি ভূ-কম্পন অনুভূত হয়। পর্যটন কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটিতে।

দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়।

ভূমিকম্পটির স্থায়ীত্ব কাল ছিল ৫ সেকেন্ড। ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট হয় এই কম্পন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর