‘ইয়েমেনের মুক্তি ও স্বাধীনতার লড়াই আপোসহীন’

আপডেট: October 19, 2021 |
print news

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইয়েমেনের জনগণ যে মুক্তি ও স্বাধীনতার লড়াই করছে তা আপোষহীন। মার্কিন মদদপুষ্ট সৌদি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সোমবার ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত মহানবী (স.) এর পবিত্র জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দেয়া বক্তৃতায় আব্দুল মালিক আল-হুথি একথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বক্তৃতা করেন।

হুথি নেতা বলেন, ইয়েমেনের জনগণ মহানবী (স.) এর জীবনাদর্শের অনুপ্রাণিত এবং তাঁর পথনির্দেশনা অনুযায়ী বলদর্পী শক্তির আধিপত্য অবসানের লড়াইয়ে লিপ্ত রয়েছে।

রাজধানী সানা ও বিভিন্ন প্রদেশে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি জনগণের প্রশংসা করেন।

আব্দুল মালিক আল-হুথি ইয়েমেনের জনগণের প্রতি মার্কিন ও সৌদি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “দেশের বিরুদ্ধে আরোপ করা অবরোধ, আগ্রাসন এবং দখলদারিত্ব অবসান না হওয়া পর্যন্ত আমরা এর বিরুদ্ধে লড়াই করতে ধর্মীয়ভাবে বাধ্য।” মুক্তি ও স্বাধীনতা অর্জনের চলমান প্রচেষ্টাকে আল্লাহর পথে জিহাদ বলেও উল্লেখ করেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর