হুদাইদা বন্দরে তেলবাহী জাহাজ ভিড়তে দেয়নি সৌদি আরব

আপডেট: November 4, 2021 |
print news

ইয়েমেনের হুদাইদা বন্দরে আরও একটি তেলবাহী জাহাজ ভিড়তে দেয়নি সৌদি আরব।

এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন, ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল-মোতাওয়াক্কেল। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সেনারা সি লায়ন নামের একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে ২৯ হাজার ৫০০ টন ডিজেল রয়েছে।

জাতিসংঘের অনুমতি থাকা সত্বেও সৌদি জোট সেনারা জাহাজটি বন্দরে ভিড়তে দেয়নি বলেও অভিযোগ করেন আল-মোতাওয়াক্কেল।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি।

হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হন লক্ষাধিক বেসামরিক মানুষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর